শনিবার ২৩ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

দেশ | TMC: খেলার ময়দান সমান রাখার দাবিতে কমিশনে তৃণমূল

Rajat Bose | ০১ এপ্রিল ২০২৪ ১৯ : ৪৬Rajat Bose


বীরেন ভট্টাচার্য, দিল্লি: নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে সমানস্তরের লড়াইয়ের ময়দান প্রস্তুত করার আবেদন জানাল তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। ‌‌সোমবার বিকেল সাড়ে ৩টেয় দিল্লিতে কমিশনের দপ্তরে গিয়ে প্রায় ৩০ মিনিট বৈঠক করে তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন রাজ্যসভার সাংসদ দোলা সেন, সাগরিকা ঘোষ, সাকেত গোখলে। তৃণমূলের মূল দাবি, ভোটের ফলাফল পর্যন্ত কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা বন্ধ রাখতে হবে, বিরোধী দলগুলির জন্য সমানস্তরের লড়াইযের ময়দান প্রস্তুত করতে হবে। কমিশনে তাঁরা জানিয়েছেন, নির্বাচন কমিশনকে শুধুমাত্র নিরপেক্ষ হলেই চলবে না, কমিশন যে নিরপেক্ষভাবে কাজ করছে, তা যেন সাধারণ জনগণের বোধগম্য হয়। 
প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দেয় তৃণমূল। তারপর আজ সেই বিষয়গুলি নিয়েই আলোচনা হয় কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে। তৃণমূলের তরফে উল্লেখিত দাবিগুলি নিয়ে রবিবার ইন্ডিয়ার সভায় তুলে ধরেছেন বিরোধী দলের নেতারা। সূত্রের খবর, স্মারকলিপির একটি অংশ বিশেষ করে কেন্দ্রীয় এজেন্সির বিষয়টি নিয়ে সহমত ইন্ডিয়া জোটের সব নেতারা। তাঁরা সেই স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন বলে সূত্রের খবর। আজ কমিশনের সঙ্গে সাক্ষাতের পর দোলা সেন বলেন, ‘‌নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হতে ২ মাস বাকি। সেই সময়ের মধ্যে যেভাবে ইডি, সিবিআই, আয়কর দপ্তর, এনআইএ বিরোধী দলের ওপর টার্গেট করছে, সেটা শুধুমাত্র আদর্শ আচরণবিধি ভঙ্গই নয়, তাতে দলগুলির সমানস্তরের লড়াইয়ের পরিপন্থী। আমরা চাই সমানস্তরে খেলা হোক।’‌ তিনি বলেন, ‘‌কমিশন নিরপেক্ষ রয়েছে, তবে নিরপেক্ষ থাকলেই হবে না, মানুষ যেন বুঝতে পারেন যে আপনারা নিরপেক্ষ রয়েছেন। আপানদের কাজে যেন নিরপেক্ষতা স্পষ্ট হয়।’‌ তৃণমূলের তরফে কমিশনে অভিযোগ জানানো হয়েছে, দেশের মানুষের করের টাকায় এবং সরকারি প্রচারযন্ত্রকে ব্যবহার করছেন প্রধানমন্ত্রী মোদি। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর সঙ্গে প্রধানমন্ত্রী মোদির টেলিফোনে আলোচনা এবং ইডির উদ্ধার করা অর্থ গরিব মানুষকে দেওয়ার প্রতিশ্রুতি তুলে ধরেছে তৃণমূল। দোলা সেন বলেন, ‘‌ইডির উদ্ধার করা টাকা কীভাবে ব্যবহার করা হবে, তা নিয়ে প্রধানমন্ত্রী মোদি বক্তব্য রেখেছেন দলের কৃষ্ণনগরের প্রার্থীর সঙ্গে। এটা অবশ্যই নির্বাচনী বিধিভঙ্গ। তিনি কালো ধন ফেরত এনে দেশের মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীকে প্রধানমন্ত্রী মোদি যা বলেছেন, সেটাও জুমলা। কারণ, ইডির তদন্তগুলি বিচারাধীন। সেই মামলা কবে মিটবে, অজানা। মামলা হলেও হয়ত ২০ বছর লাগবে। ততদিন মোদিবাবু থাকবেন না। আবার মামলায় যে ইডি জিতবে এমন কোনও গ্যারান্টি নেই।’‌ এই প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে প্রধানমন্ত্রী মোদি বিভ্রান্ত করছেন বলে অভিযোগ তৃণমূলের।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

উদ্ধার ১০০টিরও বেশি বাঁদরের মৃতদেহ, মৃত্যুর কারণ শুনলে চমকে উঠবেন...

নয় বছরে শেষ স্কুলের শিক্ষা, ১২ বছরে মাস্টার্স, ২১ বছরে পিএইচডি, ভারতের এই জিনিয়াসের জীবনকাহিনী শুনলে গায়ে কাঁটা দেবে...

আরব সাগরে বিসর্জন ঠাকরে সাম্রাজ্যের, ফল বোঝালো নরম উদ্ধবকে দিয়ে শিবসেনা চলবে না...

মহিলারা পাবেন ৭.৫০ শতাংশ হারে সুদ, কোথায় বিনিয়োগ করবেন জেনে নিন...

কোন এসআইপি-তে সামান্য বিনিয়োগ করলেই হবেন কোটিপতি, জেনে নিন বিস্তারিত...

এবার থেকে হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজকে রূপ দেওয়া যাবে টেক্সটের, কীভাবে ব্যবহার করবেন?...

ভারত-কানাডার কূটনৈতিক উত্তেজনা চড়ছে, এরপর কী হবে...

কোন দেশে পাসপোর্ট বানাতে খরচ সবচেয়ে বেশি? ভারতেই বা খরচ কত? দেখুন হিসাব...

ধাক্কা সামলে ফের নজরে আদানি, রক্তক্ষরণ কাটিয়ে ঘুরে দাঁড়াল সেনসেক্সও...

বায়ুদূষণের মধ্যে নতুন রোগ ভয় ধরাচ্ছে দিল্লিতে, চিন্তিত চিকিৎসকরা...

নেপালের এই ব্যক্তি গাইতে পারেন ১৬০টি দেশের জাতীয় সঙ্গীত, শুনলে চমকে যেতে হবে...

সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে ওড়াল আদানি গ্রুপ, বিজেপি বলছে খামোখা মোদিকে বদনামের চেষ্টা...

একসঙ্গে ১৭,০০০ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করল কেন্দ্র, আপনার অ্যাকাউন্ট বিপদে নেই তো? জানুন বিস্তারিত…...

আদিবাসী তরুণীর মুখে মানুষের মল ঢুকিয়ে হেনস্থা, মধ্যযুগীয় নির্মম অত্যাচারের সাক্ষী থাকল ওড়িশা ...

পিকনিকে হুল্লোড়ের মাঝেই ঘটল বিপত্তি, ঘুরতে গিয়ে ডুবে মৃত্যু তিন পড়ুয়ার ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



04 24